ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একাডেমিক ভবন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ০৫:৫৯:০০ অপরাহ্ন | জাতীয়
 
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলায় নির্মানাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। 
 
শনিবার(১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ এলাকায় নির্মিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, সুনামগঞ্জ সদর উপজেলাধীন মদনপুর পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নির্মানাধীন একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেন। 
 
এসময় তিনি সুনামগঞ্জ মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সহ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অবস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অবস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পরিকল্পনা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পরিকল্পনা মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা পরিষদ, খাদ্য গোদাম, উপজেলা প্রশাসনিক ভবন ও শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন।
 
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরিফী, পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের পুত্রবধু মিসেস ন্যান্সি, নাতি সেলাল মান্নান,পরিকল্পনা মন্ত্রীর ব্যাক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, মেডিকেল অফিসার ডাঃ জ্যোতি দাস, ডাঃ আয়শা ফারহানা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান সহ বিভিন্ন তদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।