ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

সৈয়দপুরে দেরীতে আসা যাত্রীকে নিতে টেক অফ করা বিমানের ফ্লাইট ফিরে এলো

মোতালেব হোসেন ঃ | প্রকাশের সময় : শুক্রবার ২১ অক্টোবর ২০২২ ০৭:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর


গত ১৮ই অক্টোবর বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-৪৯৬ ২১.২০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার জন্য সঠিক সময়ে এপ্রোণ ত্যাগ করে রানওয়েতে অপর প্রান্তে গিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুতি নেওয়ার সময় একজন মহিলা যাত্রী বাংলাদেশ বিমানের কাউন্টারে এসে চিল্লাচিল্লি শুরু করে, উক্ত যাত্রী নিজেকে ভিআইপি পরিচয় দেয়। উক্ত যাত্রী উপর মহলে ফোন করে বিষয়টি তাকে জানালে তার আত্মীয় সিভিল এ্যভিয়েশনের চেয়ারম্যান মহোদয়কে ফোন করে জানালে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে উড্ডয়নকালীন বিমান পুনরায় এপ্রোণে ফিরে আসে উক্ত যাত্রীকে নেওয়ার জন্য।
    বিষয়টি বিমানবন্দর ম্যানেজার কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে দেরীতে আসা আসা যাত্রীকে পুনরায় ২২.২০ বিমানের দরজা খুলে সকল প্রকার নিয়মনীতি উপেক্ষা করে যাত্রীকে বিমানে তুলে দেন। এই ঘটনায় উক্ত বিমানে থাকা এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন বিমানটির পুনরায় এপ্রোণে ফিরে আসার তার মনে ব্যাপক সন্দেহ তৈরী হয়। বিমানটি প্রায় এক ঘন্টা দেরী করায় অনেক যাত্রী তাদের সিডিউল মিস করেন এবং তারা চরম বিরক্তি প্রকাশ করেন। গোয়েন্দা সূত্রে জানা যায় যে দেরীতে আসা উক্ত যাত্রীর কোন ভিআইপি পরিচয় পাওয়া যায়নি। বিমানবন্দর ম্যানেজারকে ফোন করে তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।