স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় এসে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত-চরমোনাইয়ের একত্রিত হওয়ার বিষয়ে দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে ও গণতন্ত্রের প্রশ্নে সবাই সবার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চাই। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা, ৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এমন একটি দল, আর যারা গত ১৬ বছর শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে এমন একটি রাজনৈতিক দলের মেরুকরণে গণতন্ত্র পরিপুষ্ট হবে না।
সেনাবাহিনী-জামায়াতের দেশপ্রেম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং জামায়াত দেশপ্রেমিক বলেছিল। হঠাৎ করে এমন বক্তব্য সে কথা মনে করিয়ে দেয় পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে কি। এটি আগে পরিস্কার করলে ভালো হতো।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা ১৪ সাল থেকে একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য কাজ করে আসছি। আমরা জনগণের উপর নির্ভরশীল রাজনৈতিক দল৷ আমরা খুবই আশাবাদী যেকোন সময় নির্বাচন হলে বিএনপি ও জাতীয়বাদী শক্তি ভালো করবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম ও জেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বায়ান্ন/প্রতিনিধি/একে