ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ০৭:১৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশের হতদারিদ্র অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী'র স্মাট বাংলাদেশ বিনির্মানে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার হাত-কে আরও শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল ও ঐক্যবব্ধ ভাবে কাজ করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্য ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি  বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন'র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা কৃষি সস্প্রসারণ অফিসার এবিএম খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু,উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, আওয়ামী লীগ নেতা সুলাল চৌধুরী, মকবুল আলী মঙ্গল, সোহেল রানা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি জনশুমারী গৃহগননা প্রকল্পে ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসাবে ট্যাব বিতরণ করেন এবং উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি প্রদান করেন।