মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদ উল হাসান চৌধুরীর আদালতে দুই আসামির জামিনের আবেদন করা হয়। পরে আদালত জামিন না মঞ্জুর করেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে দুইটি হত্যা মামলার আসামি ছিলেন এই সাবেক দুই এমপি। সেই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন শাজাহান খান ও গোলাপ। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় দুই সাবেক সংসদ সদস্যকে।
মাদারীপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দীপ্ত ও রোমান হত্যা মামলায় শাজাহান খান ও রোমানকে আদালতে হাজির করা হয়। এসময় তাদের আইনজীবীরা জামিন চাইলে আমরা তীব্রভাবে জামিনের বিরোধীতা করি। আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে