ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হাসপাতালে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ১৪ জুন ২০২৩ ০৫:৫৩:০০ পূর্বাহ্ন | রাজনীতি

 

 

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের ‘ক্লোজ মনিটরিং’য়ে রাখা হয়েছে লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে। দলীয় চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে       গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন; অত্যন্ত অসুস্থ। রাতেই তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। এই সরকার সম্পূর্ণ মিথ্যা মামলায় তাঁকে সাজা দিয়ে কারাগারে আটক করে রেখেছিল। তারপর তাঁকে বাসায় নিয়ে গৃহবন্দি করে রেখেছে।’ জানা গেছে, সোমবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করার পরপরই তাঁর স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের সপ্তম তলায় (৭২০৩ ও ৭২০৪ নম্বর কেবিনে) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, সোমবার রাতের বেলায় বিরাজমান অবস্থার মতো স্থিতিশীল রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। হাসপাতালে তাঁর এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে। পেটের ব্যথা ও জ্বর এখনো কমছে না। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম বেগম খালেদা জিয়া সোমবার রাতে অসুস্থ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ম্যাডামের কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অবস্থা এখনো আগের মতোই রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ তিনি বলেন, গণমাধ্যমকে ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে পরে আবার জানানো হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ হোসেন। হঠাৎ করে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মধ্যরাতে খালেদা জিয়ার অসুস্থতার খবর পান বিএনপি নেতারা। রাত ১২টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও রাতে ফিরোজায় যান। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলাপ করে দ্রুত খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। রাত ১টা ২০ মিনিটে ছোট ভাই শামীম এস্কান্দারের কালো রঙের একটি গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।