ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

২১ ফেব্রুয়ারি: যেসব রাস্তা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৯ ফেব্রুয়ারী ২০২২ ১০:৩৮:০০ পূর্বাহ্ন | জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষে শহীদ মিনারে আগতদের যাওয়ার বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে কর্তৃপক্ষ।  শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্ত্বর হয়ে বের হওয়া যাবে। শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড় বন্ধ থাকবে।

এদিকে এদিন সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুই জন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।  

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এবছরও এসব নির্দেশনা দেওয়া হয়।