ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১
সিসিক নির্বাচন

২৮.২৯ ও ৩০ নং ওয়ার্ড চষে বেড়াচ্ছেন তাহমিনা সুলতানা স্বপ্না

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১ মে ২০২৩ ০২:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৮.২৯ ও ৩০ নং ওয়ার্ডের সর্বত্র চষে বেড়াচ্ছেন যুব মহিলা লীগ নেত্রী তাহমিনা সুলতানা স্বপ্না। এই তিন ওয়ার্ড নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন তিনি। সম্ভাব্য প্রার্থী হিসেবে গত তিন মাস ধরে তিনি এলাকার নানান সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় ব্যানার, ফেস্টুন, লিফলেট ব্যবহার করছেন। ওই তিনটি ওয়ার্ড নিয়ে তিনি তার স্বপ্নের কথা জানিয়েছেন দৈনিক বায়ান্নকে। নির্বাচিত হলে ওয়ার্ড তিনটিকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।

দৈনিক বায়ান্নকে তিনি জানান নির্বাচনকে ঘিরে অনেকেই আমার মতো নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। যা সকল নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। দীর্ঘকাল যাবৎ দক্ষিণ সুরমার অবহেলিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আমি দীর্ঘদিন থেকে ইবাদত গণ্যে নিরলসভাবে কাজ করছি। “মানুষ মানুষের জন্য” এই ব্রতকে উপলব্ধি করে আমি নিজের বিবেক ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষের দোরগোড়ায় সামাজিক কর্মকান্ড সুচারুরূপে পরিচালনা ও অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক কু-সংস্কার তথা অত্র এলাকার মানুষের জীবন-মান উন্নয়ন তথা মৌলিক অধিকার আদায়ের নিমিত্ব জনপ্রতিনিধি হিসাবে কাজ করার আগ্রহী।

তিনি বলেন, পর্যটননগরী সিলেটকে একটি স্মার্ট ও পরিচ্ছন্ন নগরী হিসাবে এগিয়ে নিতে আমাদের দক্ষিণ সুরমাকেও এর অন্তর্ভূক্ত করা আবশ্যক। আর সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা দরকার। উদ্দেশ্য যদি হয় মহৎ, লক্ষ্য যদি থাকে অটুট, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ব্রত যদি হয় সুদৃঢ়, তবে সাফল্য আসবে ইনশাআল্লাহ। সমাজসেবাকে ইবাদত মনে করে ঐতিহ্যের ধারক দক্ষিণ সুরমা তথা সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে তরান্বিত করার লক্ষ্যে নির্বাচনে আমি অংশগ্রহণের আগ্রহী।

তিনি বলেন, আমার পারিবারিক আদর্শ ও ঐতিহ্যকে মানুষের সেবায় বিলিয়ে দেয়ার সংকল্প নিয়ে এলাকার মানুষের কোনো কাজে আসতে পারি, আর আমার এই চাওয়া যদি স্থানীয়দের ভাল লেগে তাহলে আমি আশাবাদী আমার প্রতি সবাই সহযোগিতার হাত প্রসারিত করবেন, এটাই হবে আমার পরম পাওয়া।

তাহমিনা বলেন, আমি দক্ষিণ সুরমা এলাকার কারো না কারো বোন, ভাগ্নি কিংবা নাতনী  হই। আমাদের সম্পর্ক অত্যন্ত পবিত্র। আমি অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্নকে আলিঙ্গন করে আমার এলাকার সর্বস্তরের জনসাধারণ তথা মহিলাদের যথাযথ সম্মান, অধিকার, সামাজিক নিরাপত্তা, সরকারি বিধি-বিধান ও ধর্মীয় অনুশাসন মেনে ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডকে একটি স্মার্ট, পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়ে তুলতে ইচ্ছুক। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার অসহায়, হতদরিদ্র ও নির্যাতিত-নিপীড়িত মহিলাদের উন্নয়নের লক্ষ্যে “দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থা” প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ উন্নয়ন ও মহিলাদের কল্যাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তা হয়তো আমার এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ জ্ঞাত আছেন। ইতোমধ্যে অনেকেই আমাকে এই কাজে উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আমাকে প্রেরণা দেয়ায় আমি সকলের নিকট চিরকৃতজ্ঞ। আমার অনেক শুভাকাঙ্খী ও হিতার্থীগণ আমাকে জনপ্রতিনিধি হয়ে আমার ক্ষুদ্র এসব প্রয়াসগুলিকে আরও বেগবান করতে উৎসাহ দিচ্ছেন। আমি উৎসাহ ও অনুপ্রেরণা নিয়ে জনপ্রতিনিধি হয়ে কাজ করতে ইচ্ছুক। আর আমার এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর নিমিত্তে সামান্যতম প্রয়াস ও প্রচেষ্টা সকলের জন্য সুনাম বয়ে আনার লক্ষ্যে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করবেন। আমি সকলকে এই আশ্বাস দিতে পারি, আমার কর্মকান্ডের মাধ্যমে  সকলের জন্য যথাযথ সম্মান বয়ে আনার সর্বাত্মক চেষ্টা করবো। আমার জ্ঞাতসারে কোনো কর্মকান্ডের দ্বারা কারো মুখ ছোট করবো না-এই অভয়টুকু অন্ততঃ দিতে পারি।

তাহমিনা সুলতানা দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি, বাংলাদেশ যুব মহিলা লীগ ২৯নং ওয়ার্ড সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক, সিলেট ডেভোলাপমেন্ট কাউন্সিল (এসডিসি) সিলেট জেলা শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক, মরহুম নূরশাদ আলী-দৌলতুন নেছা ট্রাস্ট, পিরোজপুর, দক্ষিণ সুরমা, সিলেট এর চেয়ারম্যান এবং হাজী ইছরাইল আলী-খাতিবুন নেছা ট্রাস্ট, শিওরখাল, গহরপুর-বালাগঞ্জ, সিলেট এর সদস্য সচিব।