ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

অবশেষে মুক্ত বেড়ায় বন্দী ৪০ পরিবার

নাটোর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৯:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

নাটোরের লালপুরে প্রভাবশালীদের তৈরি মোটা বেড়ায় অবরুদ্ধ ৪০টি নদীভাঙা পরিবারকে অবশেষে মুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে লালপুরের সহকারী কমিশনার (ভুমি)এসি ল্যান্ড শাম্মী আক্তার স্বশরীরের ঘটনাস্থলে গিয়ে মোটা তারের বেড়া অপসারন করেন। একই সাথে বস্তিবাসীদের চলাচলে কোন বাধা সৃষ্টি না করার নির্দেশ দেন। উল্লেখ্য কালের কণ্ঠে “কাঁটাতারে বন্দি ৪০ পরিবার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেই জেলা প্রশাসন অবরুদ্ধ পরিবারগুলোকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন। 

 উল্লেখ্য লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী বস্তিপাড়ার ৪০টি পরিবারকে উচ্ছেদ করার অংশ হিসেবে তাদের  বাড়ির সামনে তুলে দেওয়া হয়েছিল মোটাতারের বেড়া। বেড়া ডিঙিয়ে বের হতে চাইলে বস্তির চারপাশের জমির মালিকরা একাট্টা হয়ে তাদের বাধা দেয়। ফলে গত বৃহস্পতিবার থেকে তারা বাি তে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছিলেন। অবশেষে জেলা প্রশাসক শামিম আহমেদ কালের কণ্ঠে সংবাদের প্রেক্ষিতে  নিজে উদ্যোগী হয়ে অবরুদ্ধ পরিবারগুলোকে মুক্ত করেন। এ বিষয়ে জেলা প্রশাসক শামিম শামিম আহমেদ কালের কণ্ঠকে জানান, সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। তারা যাতে নিরাপদে থাকতে পারেন এবং সুযোগ সুবিধা পায় জেলা প্রশাসন সে বিষয়ে দৃষ্টি রাখবে।