ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে মেরামত হচ্ছে টঙ্গী ব্রিজ

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৩:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন এ রুটে চলাচলকারি যাত্রীরা। সেইসাথে হঠাৎই টঙ্গী ব্রিজ ফুটো হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে ভেইলি ব্রিজ দিয়ে সীমিত যানবাহন রাজধানীতে প্রবেশ করছে। 

রাজধানী থেকে ময়মনসিংহ বা গাজীপুরগামী পরিবহন আব্দুল্লাহপুর থেকে টঙ্গী-আশুলিয়া সড়ক হয়ে কামার পাড়া বিশ্বইজতেমা ব্রিজ দিয়ে টঙ্গীতে প্রবেশ করছে। তারপরেও যানজট কমছে না। অবশেষে এ ব্রিজটি মেরামত করছে কর্তৃপক্ষ। তবে মাসখানেকের মধ্যেই ব্রিজটি ভেঙে ফেলা হবে বলে জানা যায়।

মহাসড়কের এ যাজটের প্রভাবে গাজীপুর নগরীর প্রায় প্রতিটি অভ্যন্তরিণ সড়কে যানবাহনের চাপ বাড়ছে। বিকল্প হিসেবে নগরীর বিভিন্ন শাখা সড়ক ব্যবহারের কারণে নগরীর সর্বত্রই যানজট সৃষ্টি হচ্ছে।

সেতুর প্রবেশমুখে বাঁশের বেরিকেড দিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শত শত মানুষ হেঁটে ব্রিজ পার হচ্ছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বিকল্প ব্যবস্থা চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট অনেকটা কমেছে। ব্রিজ মেরামত হলে যান চলাচল আবারো স্বাভাবিক হবে।