ছাগলনাইয়া ৫ নং মহামায়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আহম্মদ আলী ভুঁইয়া বাড়ির মৃত সফিকুর রহমান'র ছেলে দিনমজুর জালাল আহম্মদের মুখে অবশেষে হাসি ফোটালেন ইউনাইটেড ট্রাস্ট। দিনমজুর জালালের দীর্ঘদিন যাবত ভাঙা ঘরে রাত কাটাতে হয়েছে। তার এমন দুঃখকষ্টের কথা ছাপানো হয় সংবাদপত্রে। ছাপানো জালালের কষ্ট চলে যায় ইউনিয়নস্থ ইউনাইটেড ট্রাষ্ট কর্তৃপক্ষের নজরে। সেই সময় থেকে দিনমজুরের চোখে মুখে হাসি ফুটতে থাকে যেন তাঁর স্বপ্ন গুলি বাস্তবে পরিনত হচ্ছে। ইউনাইটেড ট্রাস্টের জেলা সমন্বয়ক মো. ফয়সাল ভুঁইয়া সবকিছু দায়িত্ব নিয়ে দিনমজুর জালালকে বাকী জীবন যাতে সুন্দর ভাবে কাটাতে পারে তাঁর বসতভিটায় একটি রঙ্গিন ঘর নির্মান করে তার হাতে তুলে দেয় ইউনাইটেড ট্রাষ্ট কর্তৃপক্ষ।
নতুন ঘর পেয়ে কেমন অনুভূতি জানতে চাইলে দিনমজুর জালাল আহম্মদ জানান, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং ইউনাইটেড ট্রাস্টের কর্ণধার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যতদিন বেঁচে থাকব ইউনাইটেড ট্রাস্টের কর্ণধার ও জেলা সমন্বয়ক মোঃ ফয়সাল ভুঁইয়া সহ সংশ্লিষ্ট সকলের জন্য নামাজ পড়ে দোয়া করব। মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু বলেন, আমার ইউনিয়নে এক দিনমজুরের ঘর নির্মান করায় ইউনাইটেড ট্রাষ্ট'র কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। ইউনাইটেড ট্রাস্টের জেলা সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল ভুঁইয়া জানান, ইউনাইটেড ট্রাষ্ট অসহায়দের পাশে সবসময় নিবেদিত। ভূমিহীন, অসহায়, গরীব দুখীদের সেবার ব্রত নিয়ে ইউনাইটেড ট্রাষ্ট'র পথচলা। চাঁদগাজী স্কুল এন্ড কলেজ'র প্রভাষক লায়ন মোর্শেদ আলম জানান, ইউনাইটেড ট্রাষ্ট সবসময় অসহায়, গরীব, দুখী মানুষের পাশে থেকে মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিল জিয়াউল হক মিলন, সাখাওয়াত হোসেন সহ আরো অনেকে।