ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

অবৈধ নাম জারি করায় গাজীপুরে কাফ‌নের কাপড় প‌রে মানববন্ধন

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ১০:৪৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপু‌রে অবৈধভা‌বে জ‌মির নামজারি দেওয়ার প্রতিবা‌দে টঙ্গী সা‌র্কে‌লের সহকারী ক‌মিশনার ভূমি ও কা‌শিমপুর ইউনিয়ন ভূ‌মি কর্মকর্তার বিরু‌দ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী ৪৮টি পরিবারের সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপু‌রে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের সদস‌্যরা কাফ‌নের কাপড় প‌রে গাজীপুর জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে এ মানববন্ধন ক‌রে। এসময় গাজীপুরের অতি‌রিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কা‌ছে স্বারক লি‌পি প্রদান ক‌রে‌ছেন ভুক্ত‌ভোগী প‌রিবারের সদস‌্যরা।

ভুক্ত‌ভোগীরা জানান, কাশিমপুর এলাকায় গোবিন্দ বাড়ি মৌজায় ৪৮ পরিবারের সদস‌্য এস এ ও আর এস রেকর্ডের মালিক ছিল এবং বর্তমানেও আছেন। এছাড়া জাল- জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদী পক্ষের দায়ের করা দেওয়ানি মোকদ্দমায় ও আদালতের আদেশের মাধ্যমেও ২০১৫ সালে ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোত জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ ৯ বছর ওই ৪৮ পরিবারের ওয়ারিশ সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা। অথচ মিস মোকদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে ৩৭ শতাংশ জমির নামজারি প্রদান করা হয়।

এসময় বক্তব্য দেন- মঞ্জুরুল হোসেন, ইসমাঈল মিয়া, বানু বেগম, এসহাক মিয়া, ঊর্মি আক্তার প্রমুখ।

গাজীপু‌রের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কায়সার খসরু জানান, ভুক্ত‌ভোগী‌দের আবেদন পে‌য়ে‌ছি। কাগজপত্র যাচাই বাচাই শে‌ষে ন‌্যায় বিচারের আশ্বাস দেন।