আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে হবিগঞ্জে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে নীমতলা কালেক্টর প্রাঙ্গন থেকে এক বার্ণঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে পূণরায় জেলা পশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।