ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আখেরি মোনাজাতের দিয়ে শেষ হল ইজতেমা জোড়

আবদুল আওয়াল রোকন, হাটহাজারী : | প্রকাশের সময় : সোমবার ২০ ডিসেম্বর ২০২১ ১২:০৯:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হলো চট্টগ্রাম জেলা ইজতেমা জোড়। ১৭( ডিসেম্বর) শুক্রবার ফজরের নামাজের পর  আম বয়ানের মধ্য দিয়েই শুরু হয়েছিল  চট্টগ্রাম জেলা ৩ দিনের ইজতেমা জোড়। ১৯ ডিসেম্বর রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হলো ইজতেমা জোড়।
 
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল  গ্রামে অনুষ্ঠিত হয়েছিল  এই জোড় ইজতেমা। বৃহস্পতিবার বিকাল থেকে তাবলীগে সময় লাগানো সাথীরা আসতে শুরু করে, এবং শুক্রবার  জুমার আগে সম্পূর্ণ মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।  এবার জোড় থেকে প্রায় অর্ধশতাধিক জামাত দিনের কাজে সময় লাগানোর জন্য বের হয়। তিন দিনের  এই  জোড়ে,   চট্রগ্রাম জেলা সহ  চট্টগ্রাম বিভাগের ১০ জেলার দাওয়াতে  তাবলীগে ১২০ দিন ( ৩চিল্লা) সময় লাগানো সাথীরা জোড়ে অংশ গ্রহণ করে।  দেশ ও জাতির জন্য এবং সমস্ত মুসলিম  উমার  জন্য দোয়া করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।