ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন: শ্রীমঙ্গলে ২৮ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ১২:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৩ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর,মির্জাপুর, আশিদ্রোন, শ্রীমঙ্গল ও কালাপুর ইউনিয়নের বিভিন্নস্থানে নির্বাচনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা- ২০১৬ ভঙ্গের কারণে ০৬ জন প্রার্থীকে পৃথক ০৬টি মামলায় মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম‍্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার। অভিযানে সহযোগিতা করে, শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।