ঢাকা, রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের আলমারির তালা ভেঙে ৩০‌ ট্যাব চুরি, নৈশ প্রহরী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জুন ২০২৪ ১০:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব থেকে ৩০টি ট্যাব ও একটি এলইডি টিভি চুরির মামলায় কর্তব্যরত নৈশ প্রহরীকে গ্রেপ্তার করছে পুলিশ। এ ঘটনার মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।

রোববার (২৩ জুন) রাতে জেলার আজমিরিগঞ্জ উপজেলায় নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আবু হানিফকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করে ট্যাব ও টিভি উদ্ধারের তৎপরতা চলছে। গ্রেপ্তার হানিফ নোয়াগড় গ্রামের কাজল মিয়ার ছেলে।

আজমিরিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার জানান, রাতে নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, দরজা ও ডিজিটাল ল্যাবে আলমারির তালা ভেঙে ৩০টি ট্যাব ও একটি ৫৫ ইঞ্চি এলইডি টিভি চুরি হয়।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল রায় হানিফসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই হানিফকে গ্রেপ্তার করা হয়।