ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আকিব সুলতান অর্নব, জাবি | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১০:৩৪:০০ পূর্বাহ্ন | শিক্ষা

চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘের (ইসকনের) বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ক্ষোভে সংগঠনটির কর্মীদের দ্বারা এক আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল বের করেন তারা। এতে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলে- ‘এই বাংলায় হবে না, উগ্রবাদের ঠিকানা, হিন্দু-মুসলিম ভাই ভাই, উগ্রবাদের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

সমাবেশে শিক্ষার্থীরা রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুলের হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিচারের দাবি করেন। বাংলাদেশকে অস্থির করার জন্য দূরভিসন্ধিসূলকভাবে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও উল্লেখ করেন তারা। 

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আমরা সম্মিলিতভাবে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে উৎখাত করেছি। তারপর থেকেই পতিত সরকার সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ হত্যাকাণ্ড তারই অংশ। আমরা অবিলম্বে এর বিচার দাবি করছি। 

মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, বাংলাদেশ চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর মত কার্যক্রম মেনে নেওয়া হবে না। পাশাপাশি উগ্রবাদী ও জঙ্গিবাদী যেকোনো কার্যক্রমকে কোনোরূপ সুযোগ দেওয়ার অবকাশ নেই। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার প্রমুখ বক্তব্য রাখেন। 

এদিকে একইদিন বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে একই দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের (জাবি) সনাতনী শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিকাল পৌনে পাঁচটায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছে তারা। তবে ২০ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা। অবরোধ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

এদিকে মহাসড়ক অবরোধ করার প্রতিবাদ জানান, বিভিন্ন যানবাহনের যাত্রীরা। তখন বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে কয়েকজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে যানবাহনের যাত্রীদের গালিগালাজ করতে দেখা যায়। এমনকি তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে মারধর করার হুমকি দিতে থাকেন সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

 

বায়ান্ন/এসএ