ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

আফ্রিকায় ডাকাতের গুলিতে বাঁশখালীর প্রবাসী নিহত

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে আবু ছালেহ সিকদার (২৩) নামে এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) স্থানীয় সময় রাত ৯টার দিকে সিমুই শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পথে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত প্রবাসী বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মনকিচর গ্রামের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে।

স্থানীয় ও প্রবাস সূত্র জানায়, বুধবার রাতে প্রবাসী আবু ছালেহ সিকদার মোজাম্বিকের সিমুই শহরে অবস্থিত তার দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। দোকান থেকে কিছু দুর সামনে অগ্রসর হতেই ডাকাতদল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। স্থানীয়রা তাকে মোজাম্বিক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু ছালেহকে মৃত ঘোষণা করেন।

আবু ছালেক ছিলেন অবিবাহিত। ৫ বছর আগে করোনা কালীন সময়ে আবু ছালেক মোজাম্বিক যান।

মোজাম্বিক প্রবাসী বিএনপি নেতা ওমর কাজী জানান, নিহত আবু ছালেহ সিকদার অত্যান্ত নম্র ভদ্র ছিলেন। তার এই হত্যাকান্ডে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ