ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

আমরা দখলদারিত্বের বাংলাদেশ চাইনা :মাহমুদুর রহমান মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ অগাস্ট ২০২৪ ১২:১১:০০ পূর্বাহ্ন | রাজশাহী
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারো উস্কানিতে সাড়া না দেয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘’বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। অবৈধ ক্ষমতা ও দাপট কোন দিনও টেকেনা,  আমরা দখলদারিত্বের বাংলাদেশ চাইনা, আবু সাঈদরা দেশকে পাল্টে দিয়েছে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে”। সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ারে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নাগরিক ঐক্যে শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্য’র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ কাওছার। নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় নেতা আবু তালেব দেওয়ান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন যুব নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমিত হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নাগরিক ঐক্য নেতা আবুল কালাম, আব্দুল আলিম, আজাদুল ইসলাম,মাহবুব মোর্শেদ হিরা’ আলিফ হোসেন, লুৎফর, হারুন, জাহিদুল ইসলাম, শাহিনুর মাস্টার, আব্দুর রাজ্জাক, সুজা, জহুরুল ইসলামসহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী। সমাবেশ শেষে শিবগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ রনি প্রাং ও শিক্ষক সেলিম রেজার পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না।