বান্দরবানে আলীকদম উপজেলায় মিনিট্রাক (ডাম্পার) গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের কন্যা শিশু নিহত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ চারাবতলি এলাকার পূর্বপাশে আলীকদম চকরিয়া ফাঁসিয়াখালী সড়ক তারাবুনিয়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তৃষামনি (৪) বছর তারাবুনিয়া এলাকার জাহেদ ইসলাম ও নার্গিস আক্তারের মেয়ে বলে জানা গেছে।
নিহত মেয়েটির নানা আব্দুর রহিম বলেন- গত কয়েক দিন আগে আমার মেয়ে-নার্গিস আক্তার,স্বামী-মোঃ জাহেদ ইসলাম তারা চেয়ারম্যান ঘাট বৈরব বাজার, ৬নং ওয়ার্ড, ইউপি,থানা- হাতিয়া, জেলা - নোয়াখালী এলাকায় তারা বসবাস করতেন। আমার নিহত তৃষামনি (৪)নাতনিসহ মেয়ে নার্গিস আক্তার বাড়ীতে বেড়াতে আসেন বলে জানান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চিনারী দোকান সোনাইছড়ি খাল থেকে বালু ভর্তি করে আলীকদম গামী একটি ড্রাম্পার (পিকআপ) চারাবতলির পূর্বপাশে তারাবুনিয়া এলাকায় শিশুটিকে চাপা দেয়। বাচ্চাটি রাস্তা পারাপারের সময় ড্রাম্পার (পিকআপ) ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তৃষা মনি। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে আলীকদমের দিকে চলে যায়।
ঘাতক ট্রাকের ড্রাইভার আবদুল হামিদ,গ্রাম থানা পাড়া,১নং ওয়ার্ড,আলীকদম সদর ইউপি, ডাম্পার গাড়ীর নং- চট্রমেট্রো -য়- ৬১৭৭ এবং গাড়ীর মালিকের নাম মোঃ শাহাজান,চকরিয়া কক্সবাজার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, দুর্ঘটনাকারী গাড়ী টিকে আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্ত করার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে৷