ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ মহিলা আটক

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জুলাই ২০২৩ ০৭:০০:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনোয়ারা বেগম নামীয় এক মহিলা আটক হয়েছে। বুধবার (০৬ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে মাদকসহ আটককৃত মনোয়ারা বেগম (৫০) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মৃত তোতা মিয়া প্রকাশ পাগলা বাহারের স্ত্রী। 
 
 
আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) নাহিদ আহম্মেদ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারকারী ওই মহিলাকে আটক করা হয়। আটকের পর সে তার শরীরে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। পর কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতেই বের করে দেন। এই ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'