শুক্রবার রাতে আশুলিয়া থানা সূত্রে জানাযায় গত ৪,৫ই আগষ্ট আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারীদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঢাকা ১৯ তথা সাভার আশুলিয়ার ৭ইং জানুয়ারি নির্বাচনে জয়ী সাংসদ সাইফুল ইসলাম ও সাবেক সাংসদ মুরাদ জং সহ ১২০জন কে আসামী করা হয়েছে। উল্লেখ্য গত ৪,৫ আগষ্ট আশুলিয়ায় সাংসদ সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি দেশী অস্ত্র চাপাতি রামদা ,রিভালভার, কাটা রাইফেল সহ নানা অস্ত্রেসস্ত্রে সুসজ্জিত হয়ে নিরস্ত্র ছাত্র শ্রমিক জনতার উপর একাধারে গুলি ছোড়ে এতে ৪৬জন নিহত হয়েছে, শত শত মানুষ গুলিবিদ্ধ হয়েছে এছাড়াও আহত হয়েছে অসংখ্য।