বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিশ্বনাথ ও ওসমানীননগর উপজেলাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এম ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে অপহরণ করে গুম করেছিল তাকে। আমরা অবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে ফেরত চাই। অন্যথায় রাজপথে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন চেয়ারম্যান, সিলেট প্রেসমালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মেম্বার, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জন ঘোষ, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাসান হাফিজুর রহমান টিপু, আমিনুর রহমান আমিন, তছির আলী, আশিক আহমদ, তামিম আহমদ, কয়েছ আহমদ, নুরুল আমিন, বিএনপির নেতা শফিকুুল ইসলাম, এমাদ হোসেন লিলু, আব্দুল আউয়াল চৌধুরী, এম এ মতিন, জুয়েল আহমদ, হেলাল মিয়া, দুলু মিয়া, অলিউর রহমান মিঠু, এম এ মান্না, আবুল বাশার, আবু বকর সিদ্দিক, ফজল আহমদ জনি, আফবাবুল হোসেন, শিপু চৌধুরী, লিঠু আহমদ, এমদাদ হোসেন, আব্দুল লতিফ, এমরান আহমদ মিন্টু, সোহেল রাহুল, জুয়েল আহমদ, আল মাসুম আবির, মোসাদ্দেক আলী, ফাহিম আহমদ, হোসাইন আহমদ, ইফজুর রহমান ফাহিম, দিলোয়ার হোসেন, মিলাদ আহমদ, জাহেদ আহমদ, আলী হোসেন প্রমুখ।