ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ইলিয়াস আলীর সন্ধান কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ১৮ এপ্রিল ২০২২ ০৩:৪৬:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননতো এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

রবিবার বাদ জোহর সিলেট নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ১০বছর অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি।

ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টায় ইলিয়াস আলী সহ গুমকৃতদের সন্ধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মাহফিলে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, সাবেক সহ-সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা আইনজীবী সমিতিরি সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শাহাব উদ্দিন, সাহাব উদ্দিন, আবুল কাশেম, ওসমান গণি, এ কে এম তারেক কালাম, কামরুল হাসান শাহীন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, তাজরুল ইসলাম তাজুল, মঈনুল হক, আলী আকবর, আজিজুর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুনিম, যুবদল নেতা আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা সৈয়দ রেজাউল করিম আলো, যুবদল নেতা এডভোকেট সাঈদ আহমদ, বিএনপি নেতা এডভোকেট আল আসলাম মুমিন, শাকিল মোর্শেদ, আ ফ ম কামাল, কামাল হাসান জুয়েল, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, বিএনপি নেতা এডভোকেট আবু তাহের, অর্জুন ঘোষ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, দিদার ইবনে তাহের লস্কর, সোহেল ইবনে রাজা, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, বিএনপি নেতা আকবর আলী, আলাউদ্দিন রিপন, ইসলাম উদ্দিন, জয়নাল আবেদীন রানু, নুরুল আমীন দুলু, এইচ এম খলিল, সামছুর রহমান শামীম, মাসুম ইবনে রাজ্জাক রাসেল, আমিনুল হক সিফতা, মাহবুব আলম, মুহিবুর রহমান মুহিব, মিফতাউল কবির মিফতা, এডভোকেট বোরহান উদ্দিন, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জুবায়ের খান বাবলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, নাজিম উদ্দিন পান্না, আফছর খান, আব্দুল মজিদ, খবির আহমদ নুনু, জিয়াউল হক জিয়া, সাজ্জাদুর রহমান লুলু, আব্দুল খালিক, কামরুজ্জামান দীপু, লিপু গণি, হাসান মঈনুদ্দিন মঈনুল, আঙ্গুর আলম, ছাত্রদল নেতা তানিমুল ইসলাম তানিম, সুমেল আহমদ চৌধুরী, মিজানুর রহমান পাবেল, মাজেদ খান, সাঈদুর রহমান, মিনহাজ খান, সৈয়দ মাহতাব, মুহিবুর রহমান লিটন, আমির উদ্দিন, সৈয়দ তায়েফ, জাবের উদ্দিন, আবুল হুসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, রুবেল আহমদ, মুকিত তুহিন, হাবিবুর রহমান ও রেজাউল আমিন প্রমূখ।