ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

এই মূহুর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনুমোদন: ভিসি

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:০১:০০ অপরাহ্ন | শিক্ষা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের (নবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হাছানাত আলী বলেছেন, এই মূহুর্তে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হওয়া। একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন চেয়ে ইউজিসিতে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। নওগাঁবাসীর জন্য হতাশার। 

গত রোববার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে  ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, 'গত বছর ৭ অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগদানের পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হই। একে একে সব সমস্যা সমাধান করে একাডেমিক কার্যক্রম চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, জায়গা নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর জন্য বহুতল ভবন ভাড়া নেওয়া হয়েছে। ক্লাস শুরুর অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়। সরকার বাহাদুরের সু-দৃষ্টি, সাংবাদিক ও নওগাঁ বাসীর সহযোগিতা কামনা করছি।' 

বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের ক্ষেত্রে কোন অনিয়ম হবে না উল্লেখ করে তিনি বলেন, 'আমি কোনো চাকরি বিক্রি করতে চাই না। দলবাজি করতে চাই না। লোক যখন নিয়োগ হবে তখন বিজ্ঞাপন দেওয়া হবে। গোপনে কোনো নিয়োগ হবে না। মেধার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।'

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ