ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, আটক ৫৩

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ০৩:৫৯:০০ অপরাহ্ন | শিক্ষা
সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ: ছবি সংগৃহীত

বুধবার বেলা ৩টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষা মন্ত্রণালয় এই ভবনে অবস্থিত। এ সময় প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও ছিলেন। এক পর্যায়ে পুলিশের ধাওয়ার মুখে বিক্ষোভকারীরা সরে যান। পরে পুলিশ ৫৩ জনকে আটক করে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন জানান, তারা এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। 

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন। 

একাধিক শিক্ষার্থী বলেন, আমরা সমতার ভিত্তিতে ফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে গত ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে, এমনকি কক্ষের সামনেও ভাঙচুর চালান।

বায়ান্ন/সালেহ্