ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

সন্ধায় চালু হচ্ছে বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জ

এম এম লিংকন | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০৩:৪৮:০০ অপরাহ্ন | জাতীয়

আজ সন্ধ্যায় (১৪ নভেম্বের) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত ওয়েটিং লাউঞ্জ চালু হচ্ছে। এরইমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান থেকে ফেরার সময় বিমানবন্দরে এই লাউঞ্জটি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

২৪ ঘণ্টা এই লাউঞ্জ চালু থাকবে জানিয়ে তিনি বলেন, আপাতত একসঙ্গে পাঁচ শতাধিক অতিথির একত্রে বসার সুযোগ থাকবে এখানে। আগামীতে এর পরিসর আরো বাড়বে। বিদেশগামী যাত্রীদের সঙ্গে আসা দর্শকরাই এখানে অপেক্ষা করতে পারবেন। তাদেরকে স্বল্পমূল্যে স্ন্যাকস জাতীয় হালকা খাবার পরিবেশনের সুব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা করেছে। 

এছাড়া নতুন লাউঞ্জটিতে সুযোগ-সুবিধা হিসাবে থাকছে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের কাফেটেরিয়া।

বায়ান্ন/এমএমএল/একে