ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

একদিনে কুলাউড়ায় তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু, আহত পাঁচ জন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৩ জুন ২০২৪ ০২:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
একদিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তিনটি স্থানে পৃথক ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে রবিবার ০২ জুন ২০২৪ ইং, সন্ধ্যা ৭টার সময় অজ্ঞাত একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরি ঘাট এলাকায় ফ্রেশ কম্পানির একটি কার্ভাডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩৩ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
এ সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন (২৪), কুচাই গ্রামের গোপাল (৪৬) ও শিলুয়া চা বাগানের কবিতাসহ (৪৫) অজ্ঞাতনামা আরো দুই যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. সারমিন ফারহানা জেরিন জানান।
এদিকে একই সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়নের আউলি নামক স্থানে একটি মরা গাছ পড়ে আব্দুল মতিন (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মতিন ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
তিনি ব্রাহ্মণবাজারের একজন ব্যবসায়ী। ব্রাহ্মণবাজার থেকে তার বাড়ি ফেরার পথে ঝড়ে একটি মরা গাছ চলন্ত বাইকের ওপরে পড়লে তিনি মারা যান।
অন্যদিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে রবিবার ০২ জুন ২০২৪ ইং, দুপুরে গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রেনু ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, নিত্যদিনের মতো রবিবার সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া। দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের ওপরে উঠেন। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পৃথক তিনজনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু।