সিলেটের ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি'র নবগঠিত সাংগঠনিক টিমের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়ালাবাজারস্থ একটি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা জাতীয় পার্টির আহব্বায়ক আলহাজ্ব শাব্বাীর আহমদ ও সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ স্বাক্ষরিত ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৪ সদস্য বিশিষ্ট নবগঠিত সাংগঠনিক টিমের অনুমোদন দেন।
ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি'র সম্মেলন অনুষ্ঠানের জন্য সদ্য অনুমোদন প্রাপ্ত ১৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটির প্রথম সভায় উপজেলার ৮ ইউনিয়ন জাপা'র নতুন আহবায়ক কমিটি গঠন করে ১৫ আগস্টের মধ্যে উপজেলা জাতীয় পার্টি'র সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এছাড়া, উপজেলার ৮ ইউনিয়ন থেকে দায়িত্ব প্রাপ্ত উপজেলা সাংগঠনিক টিমের সদস্যরা ইউনিয়ন কমিটি গঠনের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা ও মূখ্য ভূমিকা পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের কিংবদন্তী সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্টা করেছিলেন গনতন্ত্র রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য। দীর্ঘ ৯ বছর রাষ্ট্র প্রধান থাকায় বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নে তার অবদান রয়েছে। উন্নয়ন-সমৃদ্ধি-সংস্কার কর্মসূচিতে দেশ পরিচালনার ইতিহাসে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি পল্লীজীবনের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন এরশাদ। তাই এরশাদের নিজ হাতে প্রতিষ্টা করা জাতীয় পার্টি সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করছে এবং তা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন, নবগঠিত ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক টিমের সদস্য সুফি মাহমুদ, সিদ্দিক আলী, ডা. আবদুল মোমিন,আবুল কালাম আজাদ,আশরাফ মিয়া সিরাজ, মকবুল হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, আজিজুর রহমান, আফতাব আলী, মুহিম আলী, সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, হুশিয়ার আলী।