ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ওসমানীনগরে ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়ন জমা দিলেন

ওসমানীনগর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ০১:০১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দলের প্রার্থী, সতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যরা মনোনয়ন দাখিল করেছেন। সংশ্লিষ্ট ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।

উপজেলার ৮ ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের ১১সহ ৩৮জন চেয়ারম্যান প্রার্থী, ২৭৮ জন সাধারণ সদস্য ও ৮৮জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার ৩ জানুয়ারী মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেন।


৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা:

উমরপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে ১জন রাজনৈতিক দলীয় ও ৩জন সতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী গোলাম কিবরিয়া। স্বতন্ত্র প্রার্থী আব্দুল হেকিম, সুজাউর রহমান সুজা, এইচ এম রায়হান।

সাদিপুর ইউনিয়ন: এই ইউনিয়নে মোট ২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন তার মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী প্রার্থী সায়েদ আহমদ মুসা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম কিরিয়া।

পশ্চিম পৈলনপুর: দুই রাজনৈকি দলের ৩জন প্রার্থী ছাড়াও এই ইউনিয়নে মোট ৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রাথী হান্নান মিয়া, খেলাফত মজলিসের দলীয় প্রার্থী মো: সালমান আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী রাজন আহমদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাফিজ এম এ মতিন গেদাই, গোলাম রব্বানী চৌধুরী।

বুরুঙ্গা বাজার: ১জন দলীয়সহ মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থী এই ইউনিয়ন থেকে মনোনয়ন দাখিল করেছেন। এই ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকলাকুর রহমাম, স্বতন্ত্র প্রার্থী মোজাহিদ আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সানুর মিয়া, সুরমান হোসেন, সামসুল হক আলকাছ, এমজি রাসেল খালেক আহমদ।

গোয়ালাবাজার:: এই ইউনিয়নে দলীয় ১জনসহ ৩জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী পীর মজনু মিয়া, স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন আতাউর রহমান মানিক, আব্দুল কদ্দুস শেখ, আব্দুস শহিদ শেখ।

তাজপুর: দলীয় স্বতন্ত্রসহ মোট ৫জন মনোনয়ন দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ফয়ছল হোসেন সুমন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সৈয়দ এনামুল হক, অরুনোদয় পাল ঝলক, ইউসুপ আলী, ইমরান রব্বানী।

দয়ামীর: এই ইউনিয়নে ১জন দলীয় ৫জন স্বতন্ত্রসহ মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিরণ মিয়া। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, উস্তার মিয়া, জমির আলী, এস টি এম ফখর উদ্দিন, জুবায়ের আহমদ শাহীন, নূর উদ্দিন আহমদ নুনু।

উসমানপুর: দুইটি রাজনৈতিক দলের ২ প্রার্থী, স্বতন্ত্র ৩জনসহ মোট ৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তার মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ওয়ালি উল্যাহ বদরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী জুবায়ের আহমদ। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ময়নূল আজাদ ফারুখ, শাহ জাকির আহমদ, আব্দুলা মিসবা।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো ৩ জানুয়ারি। বাছাই ৬জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল জানান, সোমবার ৩ জানুয়ারী শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে সকল পদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।