ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলার ওসমানীনগর থানার সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সকল ভেদাভেদ ভুলে এক কাতারে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শপথ নিয়েছেন ঐক্যবদ্ধের। আওয়াজ তুলেছেন ২ নং সাদিপুর ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করার।
রোববার সাদিপুর ইউনিয়নের শেরপুর বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহেদ আহমদ (ভিপি মুছা)'র সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভা আয়োজন করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
কর্মী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ সভাপতি শামিম আহমেদ ভিপি শামীম।
কর্মী সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মী সভায় বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্বাচনী মাঠে কাজে করার আহ্বান জাানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করে এলাকার উন্নয়নকে এগিয়ে নেয়ার অনুরোধ করা হয় ভোটরদের প্রতি।