মৌলভীবাজারের কমলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটি ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের দায়ে করে ৮টি মামলায় ৬ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীর ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টায় আলী‚নগর ও শমশেরনগর ইউনিয়নে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া আক্তারের নেতৃত্বে পুলিশি সহায়তায় আচরণবিধি লঙ্গন করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা দেয়ালে পোস্টার লাগানো দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদলতে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর ৮ ও ৩১ ধারায় আলীনগর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী ফজলুল হকের নগদ ৫ হাজার টাকা একই ইউনিয়নের আরও দুইজন সদস্যের ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালিক বাবুলেল ৫ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান (ঘোড়া মার্কা) মো. জুয়েল আহমেদের ৫ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ বি এম আরিফুজ্জামান অপুর( চশমা মার্কা) ৫ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান (আনারস মার্কা) আব্দুল গফুরের ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শমশেরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী (বল মার্কা) ফারুক আহমেদের ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ৯ মামলায় নগদ ৩৬ হগাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম সুমাইয়া আক্তার ভ্রাম্য আদালত পরিচালনা করে ৯ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন।