ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
চারদিন ধরে বন্ধ উৎপাদন

করোনায় কয়লা খনিতে এমডিসহ আক্রান্ত প্রায় ৭০

ফখরুল হাসান পলাশ , দিনাজপুর : | প্রকাশের সময় : রবিবার ৩০ জানুয়ারী ২০২২ ০৩:০৮:০০ অপরাহ্ন | স্বাস্থ্য

কয়লা খনির অভ্যন্তরে এমডিসহ প্রায় ৭০ জন করোনায় আক্রান্ত চারদিন ধরে বন্ধ উৎপাদন

খনির অভ্যন্তরে ব্যাপকভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় চারদিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন। ব্যাবস্থাপনা পরিচালকসহ প্রায় ৭০ জন দেশী ও চীনা কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় গত ২৭ জানুয়ারী থেকে সাময়িকভাবে বন্ধ করা হয় খনির ভু-গর্ভ থেকে কয়লা উত্তোলন কার্যক্রম। খনি থেকে ছুটি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে কয়লা উত্তোলনের কাজে নিয়োজিত ৫১০ জন দেশী শ্রমিকদের। 

জানা যায়, শুক্রবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ৭১ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়। এতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়। একই দিন খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের ১৮৪ জনের করোনা পরীক্ষা করানো হয়। এদের মধ্যে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। 

এদিকে করোনার লক্ষন দেখা দেয়ার পর ২৭ জানুয়ারী বৃহস্পতিবার থেকেই খনির কয়লা উত্তোলন কাজ বন্ধ করে দেয়া হয়। ছুটি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়া কয়লা উত্তোলনের কাজে নিয়োজিত দেশী শ্রমিকদের।