ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

কর্ণফুলী'র ৪ ইউপি নির্বাচন : প্রার্থীদের যাচাই বাছাই শেষ

কর্ণফুলী প্রতিনিধ : | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ১১:৪৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রামের  কর্ণফুলী উপজেলার  ৪ ইউপি নির্বাচনে চেয়ারম্যান,সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যা প্রার্থীদের ১ জন ব্যাতিত কোন অভিযোগ ছাড়া সকল প্রার্থীদের বৈধ ঘোষনা করেছে।
 
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে  সংরক্ষিত আসনের এক জন প্রার্থীর মনোনয়ন বাদ পড়েছে।
 
আজ সোমবার ২৯ নভেম্বর ইউপি নির্বাচনের প্রার্থীদের যাচাই বাছাই শেষ করা হয়। 
 
যাচাইবাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, 
 
চেয়ারম্যান পদে-বড়উঠান ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের মো. সাইফুদ্দীন। চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলেমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইব্রাহিম মিয়া, এটিএম হানিফ, মো. আলী, নাসির আহমেদ। শিকলবাহা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জাহাঙ্গীর আলম। জুলধা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিক আহমদ ও মো. মুসার প্রার্থীতা বৈধ ঘোষনা হয়েছে। এছাড়াও সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী ২৪০ ও সংরক্ষিত আসনে প্রার্থী হলো ৪১।
 
কর্ণফুলী উপজেলার ৪ ইউপিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। প্রতীক  বরাদ্ধ ৭ ডিসেম্বর, নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।