ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কসবায় জাল ভোটারের কারাদণ্ড

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মে ২০২৪ ০৫:৪৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক জাল ভোটারকে ৭ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুরে ভোট চলাকালে উপজেলার আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়র ধরা পড়ে আকছিনা গ্রামের কচুয়াপাড়ার ময়নাল হকের ছেলে মো. সজিব (২২)। সে জাল ভোট দেয়ার কথা স্বীকার করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তাহমিনা শারমীন তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কেন্দ্রটিতে জাল ভোট দেয়ার অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি টিম সেখানে গেলে হাতনাতে ধরা পড়ে সজিব।

 

আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জাল ভোট দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওরকম না। সজিব নামের ওই যুবক জাল ভোট দেয়ার চেষ্টা করতেছিলো।