ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ই ফাল্গুন ১৪৩১

কালীগঞ্জে পানের বরজে আগুন: প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফিরোজ আহম্মেদ,কালীগঞ্জ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে প্রায় ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে বরজ পুড়তে দেখে ক্ষতিগ্রস্থরা মাঠের মধ্যেই আহাজারী করতে থাকেন। চোখের সামনে বরজ পুড়তে দেখে মাঠেই ক্ষতিগ্রস্থদের আহাজারী। ওই আগুনে ৭ জন পান চাষীর প্রায় কোটি টাকার স্বপ্ন পুুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ চাষীরা হলেন, ওই গ্রামের আমজেদ আলি, গফফার আলি, আব্দুল হান্নান, আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, আনসার গাজি ও শিমুল হোসেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশেই মাঠের পানের বরজে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের বরজেও ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরিমধ্যে ৭ জন চাষীর প্রায় ১২ বিঘা জমির পান বরজ পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়। 

ক্ষতিগ্রস্ত পানচাষীরা বলেন, আগুন কীভাবে লেগেছে তা কেউ বলতে পারছেন না। বরজ পুড়ে কিছুই অবশিষ্ট নেই। তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে কিভাবে আগুন লেগেছে সেটি তারা বলতে পারেননি।