কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ৭৯ পাউন্ডের বিশাল কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন করা হয়।
বিকেল ৫টায় জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। কেক কাটা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে
আলোচনায় সভায় বক্তব্য দেন—কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো.আফজল হোসেন,সাবেক সাংসদ সোহরাব উদ্দিন, রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম,পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.কামরুল আহসান শাহজাহান,সাধারণ সম্পাদক এড.এম এ আফজল,জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পিপি অ্যাড.শাহ আজিজুল হক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।আলোচনা শেষে বেলুন ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরে কেক কাটা হয়।সন্ধ্যায় আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে পুরাতন স্টেডিয়াম এর আকাশ।রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ যোগ দেন।
প্রসঙ্গত,১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. আবদুল হামিদ।