ঢাকা, বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ: | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০৫:৫৭:০০ অপরাহ্ন | গণমাধ্যম
কিশোরগঞ্জে রুরাল মেডিকেল এসোসিয়েশন (আর এম এ) এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা রুরাল মেডিকেল এসোসিয়েশন (আরএমএ) কর্তৃক আয়োজিত প্রাথমিক চিকিৎসা ও করোনা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা: মো:মুজিবুর রহমান।
 
কিশোরগঞ্জ জেলা আরএমএ- এর সভাপতি ফিজিওথেরাপিস্ট ডা: সেলিম জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন কিশোরগঞ্জের ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল।
 
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন,দি একমি ল্যাবরেটরিজ ময়মনসিংহের রিজিওনাল সেলস ম্যানেজার সোহরাব উদ্দিন ও ডেপুটি সেলস ম্যানেজার মো. আরিফুর রহমান।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালায় জেলার ১২০ জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।