কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি , কেন্দ্রীয় আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় আ'লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লায়লী, কেন্দ্রীয় আ'লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায় এমপি, কেন্দ্রীয় আ'লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, কক্সবাজার জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে আওরঙ্গজেব মাতবর পুনরায় সভাপতি এবং হাজি মোহাম্মদ তাহেরকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রমিজ আহমেদ কুতুবী ও আসাদুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু জাফর সিদ্দিকী ও শফিউল মোরশেদ এবং উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা বিকম কে জেলার সিনিয়র সদস্য পদে ঘোষণা করেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান।
উল্লেখ, আওরঙ্গজেব মাতবর নিয়ে ১৫৮ তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. রমিজ আহমেদ কুতুবী পেয়েছেন ১০৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. তাহের ৭৬ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ৬১ ভোট পেয়েছেন।