ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ জন গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৬ মে ২০২৩ ১০:১১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩জন গ্রেফতারসহ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত ৩ মে রাতে কুলাউড়া শহরের উত্তর কুলাউড়া এলাকার বাসিন্দা টিফন আহমদ এর বাসায় এক দুঃসাহষিক চুরি সংঘটিত হলে টিফন আহমদের দায়েরকৃত মামলায় পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করে নগদ টাকাসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

থানাসুত্রে জানা যায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এক অভিযান পরিচালনা করে অজ্ঞাতনামা চোরদের সনাক্ত করে চুরির ঘটনার সাথে জড়িত চোর কুলাউড়া পৌরসভার জয়পাশা নিবাসী হারুন মিয়ার ছেলে আবুল কালাম (২৪)কে গত ৩ মে গ্রেফতার করে তার কাছ থেকে চোরাইকৃত নগদ ৩ হাজার টাকা উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত আসামীর দেয়া তথ্যমতে শনিবার (৬মে) জয়পাশা ও গিয়াসনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য জয়পাশা গাং পাড় এলাকার আব্দুল হান্নানের ছেলে আজাদ মিয়া (২৫) ও উত্তর গিয়াসনগর এলাকার সরকুম আলীর ছেলে এনামুল হক জয় (২৪)সহ ২ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বাদীর বাসা থেকে চোরাইকৃত ২টি দামী মোবাইল ফোন জব্দ এবং চোরাই কাজে ব্যবহৃত একটি তালা কাঁটার যন্ত্র ও একটি লোহার শাবল উদ্ধার করে জব্দ করেন। ওসি মোঃ আব্দুছ ছালেক জানান গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

উল্লেখ্য যে, গত ৩ মে রাতে কুলাউড়া শহরের উত্তর কুলাউড়ার বাসিন্দা টিফন আহমদ এর বাসা থেকে ২টি মোবাইল ফোন, প্রিন্টার, কম্পিউটারের হার্ডডিস্ক ও নগদ টাকাসহ সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকার মালামাল চুরি হয়। উক্ত ঘটনায় টিফন আহমদ বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।