ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

কুলাউড়ায় কিশোরের অস্বাভাবিক মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ ০১:২৬:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস লাগিয়ে অলিউর রহমান কাওসার (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।

বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁওয়ে ওই তরুণের ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

 কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন কাওসার বুধবার সকালে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন। তার মা টাকা না দেওয়ায় অভিমান করে পরিবারের অজান্তে দুপুরের কোনো একসময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

 

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।