ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় রক্তস্বল্পতা ও পুষ্টি বিষয়ক কর্মশালা

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ মে ২০২৩ ০৬:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘‘প্রডাকশন অফ এসবিসিসি ম্যাটেরিয়েলস্ এন্ড হেলথ এডুকেশন ক্যাম্পেইন টু রিডুইিচ এ্যামেনিয়ো এন্ড মেলনিউট্রেশন’’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়। সোমবার (১৫ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত কর্মশালায় অতিথি ছাড়াও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপ্ক্টের জসিম উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন।

অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল আউয়াল ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মইনুল ইসলাম, ডা: নাজমুস সিয়াম রাফি ও ডাঃ মোহনা আক্তারসহ অংশগ্রহনকারীগন।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার বলেন, গর্ভকালীন সময়ে মায়েরা পুষ্টিহীনতায় বেশী ভুগেন। গর্ভকালীন সময়ে মা’দের বেশীকরে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। পুষ্টিহীনতার কারনে অনেক সময়ে নির্ধারিত সময়ের পুর্বে সন্তান প্রসব, সন্তানের ওজন কম হওয়াসহ নানা জটিলতায় ভুগেন। কাজেই মা ও শিশুকে সুস্থ রাখতে হলে গর্ভকালীন সময়ে মা’দেরকে অবশ্যই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কুলাউড়ায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে মা’দের নিয়ে পুষ্টি সচেতনতা বিষয়ে সমাবেশ করা হবে। এছাড়াও বিভিন্ন কমিউনিট্ িক্লিনিক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপিদের মাধ্যমে উপজেলাব্যাপী অপুষ্টি ও রক্তস্বল্পতা বিষয়ক ফ্লিপচার্ট বিতরন করা হবে।