কুষ্টিয়ায় আনুষ্ঠানিক ভাবে চালু হলো ভারতীয় ভিসা আবেদন সেন্টারের কার্যক্রম। ১৬ এপ্রিল কুষ্টিয়া জেলা পরিষদ ভবনে উদ্বোধন হলো ভারতীয় ভিসা আবেদন সেন্টার। উপমহাদেশের পুরাতন শহর কুষ্টিয়াতে ভারতীয় ভিসা সেন্টার চালু হওয়ায় আনন্দে ভাসছে জেলাবাসী। এই কেন্দ্র চালু হওয়ায় শুধু কুষ্টিয়ায় না, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী জেলার মানুষও উপকৃত হবে। এই কয়েক জেলার মানুষ ঢাকা,রাজশাহী যেতো ভারতীয় ভিসার জন্য। কুষ্টিয়া জেলা পরিষদের অস্থায়ী ভবনের নিচতলায় ভারতীয় ভিসা সেন্টারের অস্থায়ী কার্যালয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার এইচ,ই,প্রণয় ভার্মা, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের ১ নং সহ-সভাপতি রবিউল ইসলাম সহ জেলা আওয়ামী লীগ ও চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ। এ সময় মাহবুব উল আলম হানিফ বলেন, কুষ্টিয়াবাসির দীর্ঘদিনের একটা দাবি ছিলো ভারতীয় ভিসা সেন্টার কুষ্টিয়াতে চালুকরা। সেটা করতে পেরে আমি আনন্দিত। কুষ্টিয়াবাসির সকল চাওয়া পুরন করা হবে। এর আগে ভারতীয় হাই কমিশনার সহ আগত অতিথিদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি, বাউলন সম্রাট লালন শাহের মাজার সহ কুষ্টিয়ার বিশেষ বিশেষ জায়গায় ঘুরিয়ে দেখান জেলা প্রশাসক। ভারতীয় হাই কমিশনার রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও রাতের খাবার খান।