ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা শুরু

রিয়াদ হাসান, ঢাকা | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০৩:৪৫:০০ অপরাহ্ন | জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ৩টায় বিএনপির ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা তেলাওয়াত করেন, যার মাধ্যমে শোভাযাত্রার সূচনা হয়। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে সমবেত হয়েছেন। তাঁদের হাতে শোভা পাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। দলীয় পতাকা ও জাতীয় পতাকায় শোভাযাত্রার পরিবেশ আরও রঙিন হয়ে উঠেছে। শোভাযাত্রার আকর্ষণ বাড়াতে ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানও রাখা হয়েছে। লাল ও নীল রঙের ক্যাপ পরে অংশগ্রহণকারীরা এক উজ্জ্বল দৃশ্য তৈরি করেছে।

শোভাযাত্রার জন্য নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও পল্টন এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই শোভাযাত্রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এ উপলক্ষে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর ও কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

 

বায়ান্ন/এএস