ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

ক্ষেতলালে অগ্নিকান্ডে ঘর পুরে ছাই, অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা মহিলা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৮ জানুয়ারী ২০২৩ ০৮:১০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অগ্নিকান্ডের ঘটনার দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা।
 
সরজমিনে গিয়ে দেখা যায়১৭ই জানুয়ারি মঙ্গলবা সন্ধ্যা ৬ টায় উপজেলার খাড়িতা গ্রামের বাবু শেখের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। বাড়ির সবাই ঘর থেকে বের হলেও আটকা পড়ে বাবুর  ৭০ বছরের বৃদ্ধা মা রোকেয়া বেগম। এসময় জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন গ্রামের কিছু মানুষ জন।  পরে খবর পেয়ে ক্ষেতলাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী রোকেয়া বেগম।
 
এঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ।