ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়ি ট্যুরিষ্ট ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যালয় উদ্বোধন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ ১২:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়ি ট্যুরিষ্ট ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির লিঃ কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ সোমবার রাত ০৮ ঘটিকার দিকে খাগড়াছড়ি সদর, কলেজ রোড সংলগ্ন মহাজন পাড়া এলাকায় ট্যুরিষ্ট ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির লিঃ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

 

ট্যুরিষ্ট ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নরোত্তম দাশ বৈঞ্চব এর সভাপতিত্বে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়।

 

উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা,

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসন (এমপি) বাসন্তী চাকমা, তিনি এ সময় বলেন, খাগড়াছড়ি হলো চট্টগ্রাম তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম। খাগড়াছড়ি পর্যটন স্পট গুলো এখন পর্যটক বান্ধব হওযায়। খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক হয়ে সাজেক ভ্যালি দেখে পর্যটকরা আসেন আবার খাগড়াছড়িতে। এখানে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকেই পর্যটক আসে। পর্যটকদের ঘিরে এখানকার সেবা পরিবহন , হোটেল -মোটেল এবং রেস্টুরেন্টের ব্যবসা চাঙ্গা থাকে। ভ্রমণ পিপাসু ট্যুরিষ্টদের যাতায়াত যানবাহন, মালামাল, খাওয়া-দাওয়া, থাকাসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করতে হবে।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা প্রমুখ।