ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে গণ সমাবেশ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০৮:০০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপার্নস ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বিএনপি জলার বিভিন্ন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলে দলে মিছিল করে খাগড়াছড়ি স্টেডিয়ামের আউটার এ একত্রিত হয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বানে গণসমাবেশ করে।
 
এ সময় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও জেলা বিএনপি খাগড়াছড়ির সভাপতি ওয়াদুদ ভূইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি এ সময় বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে  হত্যা করেছে। এই সরকার আমাদের দেশমাতা  বেগম খালেদাকে তিলে তিলে হত্যার করার চেষ্টা করছে। কিন্তু আমরা এটা হতে দিবো না। দরকার হলে আমরা রাজ পথে নামবো। আমরা আমাদের দেশনেত্রীর মুক্তি চাই। তার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এটাই আমাদের দাবি।

এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপি  চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিনার,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ খাগড়াছড়ি জেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থেকে সমাবেশ সম্পন্ন করেন।