ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধা জেলার মটর সাইকেল মেকানিক্স ইউনিয়ন পরিচয় পত্র বিতরনঃ আলোচনা সভা ও র‍্যালি

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 

গাইবান্ধা জেলার মটর সাইকেল মেকানিক্স ইউনিয়ন রেজি নং- ১৬ এর পরিচয় পত্র বিতরন উপলক্ষে  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলার মটর সাইকেল মেকানিক্স ইউনিয়ন এর আয়োজনে বুধবার সকালে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভর্ড ভ্যান,ট্রাক্টর এর সভাপতি আব্দুল করিম,গাইবান্ধা কোচ,বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নে সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-  শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি  শাহ আহসান হাবীব রাজিব, শ্রম কল্যান কেন্দ্র গাইবান্ধার শ্রম কল্যান সংগঠক আবুল হোসেন, গাইবান্ধা রিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ওয়াসিম আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলার মটর সাইকেল মেকানিক্স ইউনিয়ন রেজি নং- ১৬ এর সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রায়হান, সহ-সাধারন সম্পাদক খুশী সরকার, সাংগঠনিক সম্পাদক আইনুল সহ অনেকে।

আলোচনা পূর্ববর্তী একটি র‍্যালি পাবলিক লাইব্রেরী থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয় ও অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করা শেষে মটর সাইকেল মেকানিক্সদের পরিচয় পত্র প্রদান করেন অতিথিরা।

মটর সাইকেল মেকানিক্সরা বক্তব্যে বলেন-আমরা মটর সাইকেল ট্রায়াল দিতে গেলে পরিচয় পত্র ও কাগজ না থাকায় ট্রাফিক সার্জেন্টরা গাড়ি আটকায় ও হয়রানী করে। এসব থেকে পরিত্রান পেতে তারা টি আই প্রশাসন ও বিআরটিএ কর্মকর্তার সহযোগীতা কামনা করেন।