ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

গাইবান্ধার বিশিষ্ট শিক্ষক ও চিকিৎসক প্রয়াত মানিক স্যার স্মরনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ ০২:৪৯:০০ অপরাহ্ন | গণমাধ্যম

গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের  বিশিষ্ট শিক্ষক, সেতার বাদক, ক্রীড়াবিদ,  হোমিও চিকিৎসক প্রয়াত দূর্গাপদ ভট্রাচার্য (মানিক স্যার) স্মরনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা নাগরিক মঞ্চ এর আয়োজনে বুধবার সকালে স্থানীয় পাবলিক  লাইব্রেরী মিলনায়তনে উক্ত শোকসভায় কবি দেবাশীষ দাস দেবুর সভাপতিত্বে ও সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক  এ্যাড: সিরাজুল ইসলাম বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ মাজহার উল মান্নান, কবি সরোজ দেব,  আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা জাসদ সভাপতি গোলাম মারুম মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সামাজিক সংগ্রাম পরিষদ সভাপতি জাহাঙ্গীর কবির তনু, সোনালি ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত অফিসার তন্ময় কুমার লাহিড়ী, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন,  সংস্কৃতি সংগঠক মাসুদুল হক, নারী নেত্রী অঞ্জলি রানী দেবী, সুচিত্রা মুরমু তৃষ্ণা,  আমজাদ হোসেন দিপ্তী, সৌমেন ভট্টাচার্য, বজলুর রশিদ রুপম, খিলন রবিদাস প্রমুখ।

আলোচনা শেষে দূর্গাপদ ভট্রাচার্য (মানিক স্যার ছবি প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। উল্লেখ্য, বক্তারা প্রয়াত দূর্গাপদ ভট্রাচার্য (মানিক স্যার) জীবনী তুলে ধরে তার আত্নার শান্তি কামনা করেন।