ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ১১:৪৩:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান: ইউএনবি

গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে পশ্চিম তীর ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। মুসলিম ও আরব নেতাদের সম্মেলনে লেবানন ও ইরানে ইসরায়েলি হামলার সমালোচনা করেন যুবরাজ। ইউএনবি

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়ে, তিনি ইরানে আক্রমণ না করতে সতর্ক করেন ইসরায়েলকে।

গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা’ বলে উল্লেখ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এই অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘অবিলম্বে সংঘাত বন্ধ এবং ইসরায়েলের আগ্রাসন শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায় মূলত ব্যর্থ হয়েছে।’

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জন অপহৃত হন।

এরপর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে একটি সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ৪৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে দেখা গেছে, গাজায় ছয় মাস ধরে যাচাই করা ভুক্তভোগীদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

শীর্ষ সম্মেলনে গাজায় জাতিসংঘের কর্মী ও স্থাপনার ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানান নেতারা।

এসবি